কঠিন চ্যালেঞ্জের মুখে সেলিম ওসমান

নারায়ণগঞ্জ মেইল: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই চ্যালেঞ্জের মুখে পড়ছেন নারায়ণগঞ্জ -৫ আসনের বর্তমান সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।
একদিকে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন অনিশ্চিত অপর দিকে এআসনে নৌকার দাবি জোড়ালো হচ্ছে। এছাড়াও দলীয় নেতাকর্মীদের সাথে দূরত্ব ও বিএনপির সুবিধাবাদি নেতাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলায় আগামী নির্বাচন সেলিম ওসমানের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র বলছে, আগামী নির্বাচনে প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সহধর্মিনী পারভিন ওসমান জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী। ইতিমধ্যে সামাজিক ও সেবামূলক কাজের মধ্য দিয়ে রাজনীতিতে সরব রয়েছেন তিনি। যদিও নাসিম ওসমানের পরিবারকে কোনটা কোনঠাসা করতে মরিয়া হয়ে উঠেছে সেলিম ওসমান- এমন অভিযোগ মাঠ পর্যায়ের নেতা কর্মীদের।

গত নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনটি লাঙ্গল প্রতীককে ছাড় দিয়ে আসছে আওয়ামীলীগ। তবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার দাবী জোড়ালো হচ্ছে। ইতিমধ্যে নৌকা প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। সম্ভাব্য প্রার্থীদের পোস্টার শহর জুড়ে সয়লাব।

ইতিমধ্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, এড. আনিসুর রহমান দিপু, মেয়র সেলিনা হায়াত আইভীর ছোট ভাই ও শহর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জ্বলসহ বেশ কয়েজন প্রার্থী নৌকা প্রতীক পেতে তৎপর রয়েছে। স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের পাশে পাচ্ছেন না সেলিম ওসমান।

নির্বাচন সামনে রেখে সেলিম ওসমান যখন বেকায়দায় তখন নির্বাচনী মাঠ গুছাতে ব্যস্ত সময় পার করছেন ধানের শীষ প্রতীক প্রত্যাশী মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান। ইতিমধ্যে সেলিম ওসমানের সাথে আঁতাতকারী বিএনপি নেতা আতাউর রহমান মুকুলসহ সেলিম ওসমান পন্থি বিএনপি নেতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন সাখাওয়াত। তাই রাজনীতির মাঠে সাখাওয়াতের শক্ত অবস্থান তৈরি হয়েছে। সব মিলিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেলিম ওসমানের জন্য।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ