টুকু নয়নের গ্রেপ্তারে সহিদুলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ ডিসেম্বর) রাতে রাজশাহীর গণসমাবেশ থেকে ফেরার পথে সাভারের আমিনবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সম্ভাব্য আহবায়ক সহিদুল ইসলাম। সেই সাথে নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তি দাবি করেছেন তিনি।

 

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সহিদুল বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ বানচাল করতে সরকার যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নসহ সারাদেশে অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করছে। কিন্তু এই অবৈধ সরকার জানে না মামলা হামলার ভয় আর বিএনপি নেতা কর্মীরা করে না। গ্রেফতার করে ঢাকার জনসমাবেশে গণজোয়ার ঠেকানো যাবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং দেশের মানুষ তাদের হারানো গণতন্ত্র ফিরে পাবে। সে লক্ষ্যে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা এই অবৈধ গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে সুলতান সালাউদ্দিন টুকু মনিরুল ইসলাম নয়নসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ