ছাত্রদল সভাপতি সাহেদের বাড়িতে হামলা ও গুলিবর্ষণ

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আমাদের বাড়িতে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। স্থানীয় এক সাংসদ পুত্রের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের দুই তিনশ’ লোক এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সভাপতি শাহেদ। বুধবার (৮ জুন) রাত দশটার দিকে সাহেদের খানপুরস্থ বাসায় হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে জানান তিনি। তবে এ সময় বাড়িতে ছিলেন না শাহেদ। এছাড়াও খানপুর হাসপাতালের সামনে শাহেদ আহমেদ যেখানে আড্ডা দেন সেখানেও হামলা ভাঙচুর এবং গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলেও নারায়ণগঞ্জ মেইলকে নিশ্চিত করেন ছাত্রদল সভাপতি শাহেদ আহমেদ।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান নারায়ণগঞ্জ মেইলকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, রাত আনুমানিক পৌনে দশটার দিকে একদল লোক খানপুর এলাকায় অবস্থান নেয়। এসময় তারা ছাত্রদল নেতা শাহেদকে খুঁজতে শুরু করে। এলাকায় না পেয়ে শাহেদের বাড়িতে গিয়েও খোঁজ খবর করতে থাকে তারা। এসময় শাহেদ বাড়িতে ছিলেন না। এরপর ঠিক ৯ টা ৫৫ মিনিটের সময় ৬ (ছয়) রাউন্ড ফাকা গুলি ছুড়ে ।

এদিকে শাহেদকে না পেয়ে এলাকায় বেশ কয়েক রাউন্ড ফাকা গুলি চালায় সন্ত্রাসীরা।
গুলির শব্দে এলাকায় চরম আতংক সৃষ্টি হয় স্থানীয়দের মাঝে। এসময় হুড়োহুড়ি করে যে যার যার মত দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ের দিকে চলে যান।

নাম প্রকাশের অনিচ্ছুক এক দোকানদার জানান, দশটার দিকে দোকান বন্ধ করার কিছুক্ষণ আগে হঠাৎ এলাকায় গুলির শব্দ শুনি।
এসময় চারিদিকে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেলে দোকানের শাটার নামিয়ে আমরা কয়েকজন দোকানের ভেতরেই নিরাপত্তার জন্য অবস্থান নেই। এসময় সন্ত্রাসীরা বাইরে পিস্তলসহ অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দিচ্ছিল।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, শাহেদকে না পেয়ে গভীর রাত পর্যন্ত এলাকাতেই দফায় দফায় মহড়া দিতে থাকে সশস্ত্র সন্ত্রাসীরা। তবে এ ঘটনার সময় শাহেদ আহমেদ এলাকার বাইরে ছিলেন।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, অতি সম্প্রতি বিভিন্ন কর্মসূচিতে সরকারবিরোধী ঝাঁঝালো বক্তব্য দিয়ে সরকার দলীয়দের তোপের মুখে ছিলেন ছাত্রদল সভাপতি শাহেদ আহমেদ। বুধবার সকালে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে সরকারবিরোধী জ্বালাময়ী বক্তব্য দেন শাহেদ আহমেদ। এরই ফলশ্রুতিতে এ হামলা হতে পারে বলে মনে করেন ছাত্রদল নেতাকর্মীরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ