মহানগর যুবদলের ইফতারে বিশৃঙ্খলাকারী কে এই বাবু!

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ্ইফতার মাহফিলে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় ধুম্রজাল সৃষ্্িট হয়েছে নেতাকর্মীদের মাঝে। পর্যাপ্ত খাবার থাকার পরেও খাবার নিয়ে মারামারির ঘটনায় রহস্যের গন্ধ পাচ্ছেন ক্উে কেউ। অনেকের মতে পরিকল্পিতভাবে মহানগর যুবদলের অনুষ্ঠানে বিশৃৃঙ্খলার সৃষ্টি করা হয়েছে। বিশেষ করে বিশৃঙ্খলার মূল হোতা সাবেক কাউন্সিলর পুত্র বাবুর ্উপস্থিতি নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। বিএনপি বা অন্য কোনো সংগঠনের পদে না থেকেও যুবদলের অনুষ্ঠানে লোকজন নিয়েয় এসে বিশৃঙ্খলা করার অধিকার সে কোথায় পেলো-সে প্রশ্ন এখন নেতাকর্মীদের মুখে মুখে। কার দাওয়াতে সে অনুষ্ঠানে গিয়েছে সে প্রশ্নেরও কোনো উত্তর নেই তাদের কাছে।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহাানগর যুবদলের আহবায়ক মমতাজউদ্দিন মন্তু নারায়ণগঞ্জ মেইলকে বলেন, আমরা খুবই সুন্দরভাবে পুরো অনুুষ্ঠানটি আয়োজন করেছিলাম। অনুষ্ঠানে পর্যাপ্ত খাবারের ব্যবস্থাও ছিলো কিন্তু কে বা কাহারা পরিকল্পিতভাবে অনুষ্ঠান পন্ড করতে বিশৃঙ্খললার সৃষ্টি করেছে। বিশেষ করে সাবেক কাউন্সিলর জমসের আলী ঝন্টুর পুত্র বাবুকে আমরা কেউ দাওয়াত দেইনি। আমাদের যুগ্ম আহবায়ক সাহেদ আহমেদের বন্ধু এই বাবু। সে কেনো এতো লোকজন নিয়ে ্এসে আমাদের অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে সে প্রশ্ন এখন আমাদেরও।

এদিকে খোঁজ নিয়ে সত্যতা পাওয়া গেছে মমতাজউদ্দিন মন্তুর কথায়। কাউন্সিললর পুত্র বাবু মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক সাহেদ আহমেদের বন্ধু এবং সেই সম্পর্কের সূত্রে সাহেদের আমন্ত্রণেই সেদিন ইফতার মাহফিলে গিয়েছিলো বাবু। তাই সেদিনের বিশৃঙ্খলার পিছনে সাহেদের সম্পৃক্ততার বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না যুবদল নেতাকর্মীরা। সাহেদের পরিকল্পনায় বাবু ্এই বিশৃঙ্খলা ঘটিয়েছেন বলেও দাবি অনেকের।

গত ২১ এপ্রিল নারায়ণগঞ্জের বরফকল এলাকায় অবস্থিত চৌরঙ্গি পার্কে আয়োজন করা হয়েছিলো নারায়ণগঞ্জ মহানগর যযুবদেেলর ্ইফতার মাাহফিল। সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ্উপপসিস্থত ছিলেন যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুল আলম নীরব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়াও কেন্দ্রীয় যুুবদলের বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ সে অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট ছিলেন।

ইফতার মাহফিল শেষ পর্যায়ে খাবার বিতরণের সময়ে বেশ কিছুু অপরিচিত যুবক বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে একটি অপ্রিতিকর পরিস্থিতি তৈরী করতে চেষ্টা করে। সে বিশৃঙ্খলার নেতৃত্ব দিতে দেখা যায় নাসিক ১১নং ওয়ার্ডের সাবেক ককাউন্সিলর জমসের আলী ঝন্টুর পুত্র বাবুকে। এক পর্যায়ে মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজলকেও অকথ্য ভাষায় গালাগালি করেন বাবু।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ