যানজট নিয়ন্ত্রণে শহরে পুলিশের বিশেষ টহল

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ শহরে চলাচলের অন্যতম প্রধান সমস্যা হলো যানজট। পবিত্র রমজান মাসে এই যানজট নিয়ন্ত্রন করে জনসাধারনের চলাচল নির্বিঘ্ন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসন। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে শহরের বিভিন্ন সড়কে টহর দিয়ে যানজট নিয়ন্ত্রনে কাজ করেছে পুলিশ বাহিনীর সদস্যরা। নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই টহল কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় ভারপ্রাপ্ত পুলিশ সুপার গণমাধ্যমকে বলেন, নারায়ণগঞ্জে যানজট নিরসনে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা কাজ করে যাচ্ছি। শহরের রাস্তায় ইজিবাইকসহ কোনো প্রকার অবৈধ যান প্রবেশ করতে দেয়া হবে না। এ লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। রমজানের পবিত্রতা রক্ষা করে সকলের বসবাস উপযোগী নারায়ণগঞ্জ উপহার দিতে আমরা বদ্ধ পরিকর। এ জন্যে সকলের সহযোগিতা কামনা করছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জাহেদ পারভেজ চৌধুরী, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান, টিআই (এডমিন) আ: করিমসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ