কাশীপুরে ভোটারদের দ্বারে দ্বারে মোমেন সিকদার

নারায়ণগঞ্জ মেইল: সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন সিকদার নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন। ইতিমধ্যে ভোটারদের ভালবাসায় সিক্ত হচ্ছেন তিনি। শুক্রবার কাশীপুরের ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন মোমেন সিকদার।

জানা গেছে, কাশীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোমেন সিকদারকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চান কাশীপুরবাসী। কিন্তু বিনা ভোটে গতবারের মত এবারও চেয়ারম্যান হতে চাইছেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম. সাইফুল্লাহ বাদল। স্থানীয়দের মতে, সুষ্ঠু নির্বাচন হলে সাইফুল্লাহ বাদলের জামানতও থাকবে না। কেননা তিনি শারীরিক ভাবে অসুস্থ থাকার কারণে কাশীপুরবাসীতে কাঙ্খিত সেবা দিতে পারছেন না। করোনা পরিস্থিতিতে গত দেড় বছর ৩০দিনও তিনি ইউনিয়ন পরিষদ উপস্থিতি ছিলেন না। আর এই সুযোগে তার অনুসারিরা নানা অপকর্ম করার পাশাপাশি কাশীপুরবাসীদের তাদের কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত করেছেন। তাই নির্বাচনী মাঠে মোমেন সিকদার বেশ আলোচনায় রয়েছেন। মোমেন সিকাদের উঠান বৈঠকে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে তাকে সমর্থন দিচ্ছেন।

বিপরিতে, ভাড়া করা লোক দিয়ে সাইফুল্লাহ বাদলের অনুষ্ঠান করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকি সভায় মানুষদের উপস্থিতি বাড়াতে বিরিয়ানীর ব্যবস্থাও করা হচ্ছে। সম্প্রতি ৪নং ওয়ার্ডে বিরিয়ানি ব্যবস্থা করে সভা সফল করার চেষ্টা করেছেন সাইফুল্লাহ বাদলের অনুসারিরা। এছাড়াও সাইফুল্লাহ বাদলের অনুষ্ঠানে প্রধান অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন নব্য আওয়ামীলীগার ও জামাতের অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত আশরাফুল আলম। যা নিয়ে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের শেষ নেই। তাই সাইফুল্লাহ বাদলের চেয়ে মোমেন সিদকার ভোট যুদ্ধে এগিয়ে রয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ