সকলকে দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন উত্তম সাহা

নারায়ণগঞ্জ মেইল: আগামী ৪ নভেম্বর বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামা মায়ের পূজা যা দীপাবলি নামে পরিচিত। নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষকে দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম কুমার সাহা। এক শুভেচ্ছা বার্তায় সকলকে ধর্মীয় রীতিনীতি মেনে শ্যামা মায়ের পূজায় অংশ নেয়ার আহ্বান জানানোর পাশাপাশি কেন্দ্রীয় নির্দেশনা মেনে দীপাবলির সকল প্রকার আনুষ্ঠানিকতা পরিহার করার অনুরোধ জানিয়েছেন।

শুভেচ্ছাবার্তায় তারা আরো উল্লেখ করেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলাকালে বাংলাদেশব্যাপী যে সহিংসতা হয়েছিল আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। এখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। নারায়ণগঞ্জের প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সকল জনপ্রতিনিধি তথা সর্বস্তরের সাধারণ মানুষের সহযোগিতায় এবং ভালোবাসার কারণে দেশব্যাপী ঘটে যাওয়া সহিংসতা আঁচ নারায়ণগঞ্জে আসেনি। দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটলেও নারায়ণগঞ্জে ছিল শান্তিপূর্ণ পরিবেশ। আসন্ন শ্যামা মায়ের পুজোতেও একইভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সফল পরিসমাপ্তির আশা রাখি। ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে এবারের শ্যামা মায়ের পুজো শেষ করবো আমরা। এ লক্ষ্যে সকলের সহযোগিতা একান্ত কাম্য। আমরা শুধু পূজা করবো আর দীপাবলীর আনুষ্ঠানিকতা পরিহার করবো। নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সকলকে শ্যামা মায়ের শুভেচ্ছা ও অভিনন্দন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ