জান্নাতুল ফেরদৌসের মৃত্যুবার্ষিকীতে জিয়া শিশু কিশোর সংগঠনের শ্রদ্ধা

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব প্রয়াত জান্নাতুল ফেরদৌসের প্রথম মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জিয়া শিশু কিশোর সংগঠন নারায়ণগঞ্জ সদর থানার নেতৃবৃন্দ। শুক্রবার (৪ ডিসেম্বর) বাদ আসর মাসদাইর কবরস্থানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তারা।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জিয়া শিশু কিশোর সংগঠন নারায়ণগঞ্জ সদর থানার সভাপতি মো: আলী ইমরান শামীম, সিনিয়র সহ সভাপতি মো: সিফান, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক তান্না, জিয়া শিশু কিশোর সংগঠনের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা নাহিদ, রবিউল, শান্ত, রাব্বি প্রমূখ।

এ সময় জিয়া শিশু কিশোর সংগঠন নারায়ণগঞ্জ সদর থানার সভাপতি মো: আলী ইমরান শামীম বলেন, মরহুম জান্নাতুল ফেরদৌস ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবীদ, দক্ষ সংগঠক। তৃণমূল নেতাকর্মীদের তিনি ছায়া দিয়ে রাখতেন। দলের চরম দু:সময়ে রাজপথে সাহসী ভূমিকা নিয়ে আন্দোলন সংগ্রাম অব্যহত রাখতেন ফেরদৌস ভাই। তার কাছ থেকে আমরা জিয়ার আদর্শ বুকে নিয়ে রাজনীতি করতে শিখেছি। প্রয়াত এই নেতার প্রথম মৃত্যুবার্ষিকীতে আমরা শ্রদ্ধাভরে তাকে স্মরণ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নেতাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন, আমিন।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস (৬০) ২০১৯ সালের ৪ ডিসেম্বর বেলা ১২টায় রাজধানী ঢাকার মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

জান্নাতুল ফেরদৌস শহরের দেওভোগ নাগবাড়ি এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্যা আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক কর্মী রেখে গেছেন।

শহরের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত জেলা বিএনপির নেতা জান্নাতুল ফেরদৌস দীর্ঘদিন ধরে চোখ ও পায়ের সমস্যাজনিত রোগে ভুগছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ