স্বাস্থ্যবিধির বালাই নেই দ্বিগুবাবু বাজারে, সংক্রমণের ঝুঁকি

নারায়ণগঞ্জ মেইল: প্রাণঘাতি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে টালমাটাল গোটা বিশ্ব। বাংলাদেশেরও দ্বিতীয় ঢেউয়ের প্রদূর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে করোনায় মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। নারায়ণগঞ্জ হচ্ছে ঘনবসতিপূর্ণ এলাকা। এই নারায়ণগঞ্জ এক সময় করোনার রেড জোন হিসেবে চিহ্নিত ছিলো। এবারো নারায়ণগঞ্জে করোনার প্রকোপ বাড়তির দিকেই লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে করোনার এই স্বাস্থ্য ঝুঁকির মাঝে নারায়ণগঞ্জের অন্যতম প্রধাণ নিত্য পণ্যের পাইকারী ও খুচরা বাজার দ্বিগু বাবু বাজারে সারাদিনই লোক সমাগম হচ্ছে প্রচুর। ব্যবহার্য খাদ্য সামগ্রী কিনতে নানা পেশা ও বয়সের লোকজন জড়ো হচ্ছে এখানে। যদিও করোনা মোকাবেলায় সকল প্রকার গন জমায়েত নিরুৎসাহিত করছে সরকার। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য ও ঔষদের দোকান খুলে রেখে বেচাকেনা করার অনুমতি দিয়েছে। সেক্ষেত্রে সকল সামাজিক দুরত্ব সবাইকে মেনে চলার আহবান জানানো হয়েছে। কিন্তু দ্বিগু বাবু বাজারে গিয়ে দেখা গেছে এর উল্টো চিত্র। সামাজিক দুরত্বের নিয়ম মানা হচ্ছে না সেখানে। তাছাড়া দোকানদার ও ক্রেতার খুব কম সংখ্যকই মানছেন স্বাস্থ্য সুরক্ষার নিয়ম কানুন। ফলে করোনা বিস্তারের ঝুঁকি বেড়ে যাচ্ছে কয়েকগুণ।

নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের প্রকোপ রোধ করার জন্য দ্বিগু বাবু বাজারসহ গন জমায়েতের স্থানগুলোতে প্রশাসনের নজরদারি দাবি করেছে ভুক্তভোগী নগরবাসী। তানাহলে এভাবে চলতে থাকলে যে কোন বড় দূর্ঘটনা ঘটে যাওয়ার আশংকা করছেন সবাই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ